একবার এমন গুজব উঠেছিল যে, রবীন্দ্রনাথকে হত্যা করা হবে। তাঁর জন্য তখন বিশেষ নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করা হয়। রবীন্দ্রনাথ যখন সিলেটে আসেন, তখন ছাত্র-যুবকেরা তাঁর গাড়ির ঘোড়া খুলে নিয়ে নিজেরাই তা টেনে নেয়। রবীন্দ্রনাথ প্রতিবাদ করেন, কিন্তু কে শোনে কার কথা। এমনি সব ঘটনা নিয়ে এই বই।