মেয়েরা যে দু জাতের মা এবং প্রিয়া তা আমাদের জানা থাকলেও রবীন্দ্রনাথের ‘দুই বোন’ উপন্যাস এ সত্যকে নতুন করে তুলে ধরে। একই সঙ্গে এ উপন্যাসে উনিশ শতকের শেষ ও বিশ শতকের গোড়ার দিকে বাঙালির সমাজমনস্কতার, মধ্যবিত্ত শ্রেণীর উত্থান-পতনের এবং ব্যক্তির নৈঃসঙ্গচেতনা ও বিচ্ছিন্নতাবোধের খোঁজ পাওয়া যাবে। সমীর আহমেদ জন্ম : ১৯৭৩ খ্রিস্টাব্দ। দোহার, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি। পেশা : সরকারি কলেজে শিক্ষকতা। প্রকাশিত গ্রন্থ : ‘মরা কটালের জোছনা’, ‘জলভাঙার কাল’, ‘বৃষ্টিবুনোট রাত’, ‘অতিক্রম অনতিক্রম’, ‘অন্ধকার হয়ে আছি’, ‘কবি কিংবা অকবি’, ‘উড়ে যায় নীলকণ্ঠ পাখি’, ‘এই বিষ এই অমৃত’, ‘আঁধার কিংবা জোছনাকাল’। সম্মাননা : প্রথম উপন্যাস ‘মরা কটালের জোছনা’-এর জন্য ২০০০ সালে ‘কাগজ কথাসাহিত্য পুরস্কার’ লাভ করেন।