রবীন্দ্রনাথ জমিদার ছিলেন, কিন্তু অন্য জমিদারদের মতো ছিলেন না। চাষীকে তিনি ‘আত্মশক্তিতে দৃঢ়’ করে তুলতে চেয়েছিলেন। ‘কী করলে’ গরিব চাষীদের মধ্যে ‘জীবনসঞ্চার হবে’, এই প্রশ্ন তাঁকে ভাবিয়ে তুলেছিল। তিনি মণ্ডলী প্রথা প্রবর্তন করেছিলেন, সমবায়কে উৎসাহিত করেছিলেন, কৃষিকাজে প্রযুক্তির ব্যবহারকে গুরুত্ব দিয়েছিলেন। জনমানুষের কল্যাণ ও কৃষিকাজের উন্নয়ন, এ দুইকে তিনি এক সূত্রে গাঁথতে চেয়েছিলেন। এটি পুরোপুরি আধুনিক দৃষ্টিভঙ্গি।