রবীন্দ্রনাথের যেসব চিঠিতে এখনকার বাংলাদেশের রূপ ও জীবন ধরা পড়েছে, তার কয়েকটির সংকলন ‘ছিন্নপত্র।’ সে জীবন ধরা পড়েছে তাঁর নানা লেখায়, অবিস্মরণীয়ভাবে তাঁর ছোটগল্পে। এক চিঠিতে ‘নির্জন’-এর এক ‘প্রিয়বন্ধু’র কথা বলেছেন-তাঁর নাম অ্যামিয়েল, সুইজারল্যান্ডের কবি। তাঁর জার্নাল পড়ছেন রবীন্দ্রনাথ। কোনও-কোনও চিঠিতে তাঁর কবিতার পটভূমি ব্যাখ্যা করেছেন।