রবীন্দ্রনাথের কবিতায় বৃষ্টি কেবল উপাদান নয়, শক্তিও। ‘সোনার তরী’ কবিতাটিতে বৃষ্টি নেই, কিন্তু মেঘ আছে, মেঘের গর্জন আছে, বর্ষা আছে। এই আবহই ‘সোনার তরী’কে ‘সোনার তরী’ করে তোলে। ‘পুনশ্চ’র ‘দেখা’ কবিতাটিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি ঝরে কবিতার মানুষটি এই সব মুহূর্তকে হারাতে চায় না। বৃষ্টির মধ্যেই বারুণী নদীর শব্দ শোনা যায়।
কাজী মহম্মদ আশরাফ জন্ম ১ জানুয়ারি ১৯৭৭, নারায়ণগঞ্জ। বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর। শিক্ষক, রামপাল ডিগ্রি কলেজ, মুন্সীগঞ্জ। প্রকাশিত গ্রন্থ : কবিতা : ‘প্রচ্ছদে আয়না’, ‘রুমীর খিরকা’, প্রবন্ধ : ‘হাসান হাফিজুর রহমান ও অন্যান্য’, জীবনী : ‘সুফিয়া কামাল’ ও ‘মহা গান্ধী’।