জমিদারি করতে এসে এ দেশের সাধারণ মানুষের সঙ্গে কীভাবে মিশেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর? সে সব মানুষেরা কী প্রভাব ফেলেছে তাঁর রচনায়- এসব যারা জানতে চান, তাদের জন্য বইটি অনেক উপকারী। এক সমাজ সংষ্কারক রবীন্দ্রনাথকে গভীরভাবে জানা যাবে বইটি পড়ে।
শামসুন্নাহার লাভলী
Overall Ratings (0)