রবীন্দ্রনাথ বেঁচে থাকতে ‘রক্তকরবী’ জোড়াসাঁকোতে একবার মাত্র অভিনীত হয়েছিল। কবির মৃত্যুর তেরো বছর পর শম্ভু মিত্রের নির্দেশনায় ‘বহুরূপী’ এটি মঞ্চস্থ করে। বাংলাদেশে ‘নাগরিক’ নাট্যসম্প্রদায় যাঁর নির্দেশনায় নাটকটি মঞ্চস্থ করে, এ বই তাঁর লেখা। এ নাটকে এক সময় ‘প্রাণের বেগ’ এসে পড়ে ‘যন্ত্রের উপর’। ‘রক্তকরবী’ প্রমাণ করে, নাট্যকার রবীন্দ্রনাথ এখনও প্রাসঙ্গিক।