বিনােদনের বিশেষ মাধ্যম নাটক ছাড়াও বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয় পরিবেশনা নৃত্যগীতি আলেখ্য। নৃত্যগীতি সবচেয়ে বেশি আকর্ষণ করে তার উপস্থাপনায় ও বর্ণবৈচিত্র্যে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বহু নৃত্যগীতি রচনা করেছেন এবং নিজেও সেগুলােতে সক্রিয় অংশগ্রহণ করেছেন। রবীন্দ্রনাথের জীবনী তাে এক মহাকাব্য তাছাড়া, তাঁর নানা রচনা এক অমূল্য সম্পদ, চিরভাস্বর। সেই মহাসম্পদকে নৃত্যগীতির মাধ্যমে পরিবেশনের এক নবপ্রয়াস আমি নিয়েছি মাত্র। আমার বহুদশকের অভিজ্ঞতায়, জনগণ নৃত্যগীতিকে বেশি পছন্দ করেন, এমনকি নাটকের চেয়েও। এইসব নৃত্যগীতি আলেখ্য তাই বিশ্বকবিকে উৎসর্গ করেই লেখা।
বর্তমানে মােট ৬টি নৃত্যগীতি নিয়ে বিশ্বকবিকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। আরও ৩১টি নৃত্যগীতি আলেখ্য প্রকাশের অপেক্ষায় রয়েছে।
শিল্পী ও কলাকুশলীরা দক্ষতা তথা নিপুণতার সঙ্গে জনমাধ্যমে পরিবেশন করলে নিশ্চিত সফল হবেন। আমার নিজের প্রতিষ্ঠিত ‘থিয়েট্রিক্স সংস্কৃতি সংস্থা দীর্ঘ ৩৩ বছর ধরে দেশ-বিদেশে সুনামের সঙ্গে পরিবেশন করে চলেছে। জনগণ স্বতঃস্ফূর্তভাবে আনন্দের সঙ্গে উচ্ছ্বসিত প্রশংসাও করেছেন। তাই নিঃসন্দেহে এইসব নৃত্যগীতির আবেদন সর্বজনীন।
ডাঃ রণজিৎ সেন
প্রফেসর কর্নেল ডাঃ রণজিৎ সেন একজন লব্ধপ্রতিষ্ঠ শল্য চিকিৎসক ও ক্যান্সার বিশেষজ্ঞ। ভারত সরকার ও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিভিন্ন মেডিক্যাল কলেজে শিক্ষকতা ছাড়াও বিদেশে বিশেষ করে ইংল্যান্ড, নেদারল্যান্ড ও জার্মানিতে দীর্ঘদিনের শিক্ষকতায় অভিজ্ঞ। তাছাড়া। ফরেনসিক বা অপরাধ বিজ্ঞানে বিশেষজ্ঞ হিসেবে ভারত সরকারের নানা প্রতিষ্ঠানে শিক্ষকতা ও পরামর্শদাতারূপেও বহু বছর নিযুক্ত ছিলেন। বিভিন্ন বেসরকারি মেডিক্যাল কলেজে শিক্ষকতা করেছেন গবেষণাতেও দীর্ঘ অভিজ্ঞতা। ১৬টি ডাক্তারি বই ও দুটি ফরেনসিক বই পৃথিবীর খ্যাতনামা প্রকাশক দ্বারা সারা পৃথিবীতে পাঠ্য। তাছাড়া সাহিত্য সম্বন্ধীয় ৫টি বই সর্বজনপ্রিয়। ৪০০টিরও বেশি নানা বিষয়ে প্রবন্ধ বিভিন্ন পত্রপত্রিকায় সমাদৃত হয়েছে। তাছাড়া ৪৭টি ক্যান্সার গবেষণাপত্রও প্রধানত বিদেশী খ্যাতনামা জার্নালে উচপ্রশংসিত। বর্তমানে ভারত সরকার ও পশ্চিমবঙ্গ সরকারের নানা গুরুত্বপূর্ণ পদে আসীন উল্লেখ্য, পশ্চিমবঙ্গের শ্রদ্ধেয় রাজ্যপালের প্রতিনিধি হয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ও নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে আসীন। তাছাড়া, পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধি হিসেবে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য নিয়ােগ-সংস্থা, ওয়েস্ট বেঙ্গল স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটি, এমপ্লয়িস স্টেট ইনস্যুরেন্স, ইনফরমেশন এন্ড কালচার বিভাগে অধিষ্ঠিত। শুধু তাই নয়, ১৮টি আন্তর্জাতিক মেডিক্যাল সম্মেলনে, ৩৭টি জাতীয় বিজ্ঞান সম্মেলনে তার গবেষণাপত্র উপস্থাপিত হয়েছে।