এই-যে অনেকে রবীন্দ্রনাথকে উপনিষদের কবি বলে মনে করেন, এটি কতটুকু ঠিক? উপনিষদে যে-পরম বাস্তবতার কথা বলা হয়েছে, তার সঙ্গে রবীন্দ্রনাথের ভাবনার মিল, বা, অমিল কতটুকু? উপনিষদ কাকে বলে, সে-কথা এ বইয়ের প্রথমেই বলা আছে, এবং সে-পরিপ্রেক্ষিতে এ সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা হয়েছে।