রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেলেন, নাইটহুড পেলেন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইটহুড ত্যাগ করলেন। লিখলেন ‘বলাকা’র মতো কবিতা, ‘চতুরঙ্গ’-এর মতো উপন্যাস। এক সভায় বললেন, ‘কবি চায় সমস্ত প্রাণ দিয়ে সহানুভূতি, প্রীতি - তার অভাবে তার কি বিপুল বেদনা তা সে ছাড়া কেউ বোঝে না।’ কংগ্রেসের সভাপতি কে হবেন, সে-সঙ্কট উত্তরণে রবীন্দ্রনাথকে ভূমিকা পালন করতে হয়।