এক পত্রিকায় দেখা যায়, প্রথম দিকে লেখা রবীন্দ্রনাথের বারোটি বই কম দামে বিক্রির জন্য প্রকাশক বিজ্ঞাপন দিয়েছেন। একই পত্রিকায় রসিকতা করে লেখা হয়, ‘পুস্তকের লেখা রবীন্দ্রের, একত্রে ওজন আধ পো কম দু সের’। আরেক পত্রিকায় বলা হয়, রবীন্দ্রনাথ বলেছেন, মুসলমান ছাত্ররা মাঝেমধ্যে শান্তিনিকেতন গিয়ে ‘একটি সংস্কৃতিগত ভাবধারা সৃষ্টি’ করলে ‘দেশের বিশেষ উপকার’ হবে।