‘ঢাকা প্রকাশ’ বেরোয় ১৮৬১ খ্রিষ্টাব্দে। ‘ঢাকা প্রকাশ’ এ বিভিন্ন সময় রবীন্দ্রনাথ বিষয়ে প্রায় এক শ খবর বেরোয়। তার সঙ্কলন এই বই। ‘ঢাকা প্রকাশ’ থেকে জানা যায়, রেণুকার মৃত্যু হয়েছিল ২৮শে ভাদ্র, ১৩১০ এ তারিখটি আর কোথাও বলা নেই। আরও জানা যায়, কবির মৃত্যুর পর ‘ভারতের সর্বত্র . . . সরকারী পতাকা অর্ধনমিত অবস্থায় রাখা হয়।’ মোহাম্মদ আবদুল কাইউম জন্ম ১২ জানুয়ারি ১৯৩১, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে বি.এ. (অনার্স) ও এম.এ। লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ.ডি। বাংলা পাণ্ডুলিপি ও বাংলা ব্যাকরণ এবং বাংলা সাহিত্য ও সংস্কৃতির গবেষণায় উৎসাহী। উলে¬খযোগ্য গ্রন্থ : ‘পাণ্ডুলিপি পাঠ ও পাঠ-সমালোচনা’, ‘A Critical Study of Bengast Grammars : Halhed to Haughton, ‘নানা প্রসঙ্গে নজরুল’, ‘নজরুল সংবর্ধনা ও অন্যান্য প্রসঙ্গ’। পেয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন গবেষণা পুরস্কার, বাংলা একাডেমী পুরস্কার এবং নজরুল একাডেমী পদক।