সুদর্শনা জানে না, রাজার কাছে তার অভিমানের কোনও দাম নেই। তিনি চান নিঃশর্ত আত্মসমর্পণ। সুদর্শনাকে বলতে হয়, ‘আমার রাজা কেন আমার কাছে আসতে যাবে, আমিই তাঁর কাছে যাব।’ এ এক সাহসী নাটক। সুদর্শনাকে সত্যের মুখোমুখি হতে হয়েছে এবং সাহস ছাড়া তেমনটি হওয়া অসম্ভব। লেখক মনে করেন, এমন শিল্পোত্তীর্ণ নাটক সারা পৃথিবীতেই কম আছে।
জাকির তালুকদার
জন্ম ২০ জানয়িারি ১৯৬৫ নাটোরে। চিকিৎসাবিজ্ঞানে স্নাতক। স্নাতকোত্তর ডিগ্রী স্বাস্থ্য অর্থনীতিতে। সমকালীন মুলধারার বাংলা কথাসাহিত্যে তাঁর অপরিহার্যতা ইতোমধ্যেই প্রতিষ্ঠিত। অনবরত বাঁকবদল তাঁর সাহিত্যিকতার প্রধান বৈশিষ্ট। বিষয় ও আঙ্গিকে, মাধ্যম ও প্রকরণে তাঁর স্বাতন্ত্র্যচিহ্নিত অবস্থান সকল মহলেই স্বীকৃত। কথাসাহিত্য এবং চিন্তামূলক কর্মকাণ্ডের সকল ক্ষেত্রে বিচরণকারী জাকির তালুকদার ২৫ গ্রন্থের জনক। বাংলাসাহিত্যের স্বদেশ প্রত্যাবর্তন তাঁর দ্বিতীয় প্রবন্ধগ্রন্থ।