জমিদারি দেখাশোনা করতে পূর্ববঙ্গে এসে নতুন জন্মলাভ করেছিলেন রবীন্দ্রনাথ। এখানে গান লিখেছেন অসংখ্য। বাউল, ভাটিয়ালি ও সারি গানের সুর লেগেছে তাঁর গানে। বাংলাদেশে এসেই বলেছিলেন, ‘একদিন পৃথিবীতে এক ধর্ম হবে এবং স্বার্থে স্বার্থে কোন সংঘাত বাধবে না। সূর্য পূর্ব দিকেই উদিত হয়। বাংলাদেশ পূর্ব প্রান্তে অবস্থিত, ভারতবর্ষ আজ বাংলার দিকে আশা করে চেয়ে আছে।’
মৃদুলকান্তি চক্রবর্তী জন্ম সুনামগঞ্জে, ১৯৫৫ সালে। সঙ্গীত বিষয়ে পিএইচ.ডি. বিশ্বভারতী থেকে। জার্মানিতে 'Sources of Rabindranath Tagore Songs in Western Music বিষয়ে গবেষণা। তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো- ‘বাংলা গানের ধারা (হাজার বছরের বাংলা গান)’, ‘গানের ঝরনাতলায়’, ‘সংগীত সংলাপ’, ‘হাসন রাজা - তাঁর গানের তরী,’ ‘বাউল কবি লালন ও তাঁর গান’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ১৫ আগস্ট ২০১১ তারিখে আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন।