১৯০১ থেকে ১৯১০, এই দশ বছরে রবীন্দ্রনাথ ‘বঙ্গদর্শন নবপর্যায়’ সম্পাদনা করেছেন, বঙ্গভঙ্গ আন্দোলনে অংশ গ্রহণ করেছেন, হারিয়েছেন বাবাকে, স্ত্রীকে, পুত্র ও কন্যাকে, লিখেছেন ‘শিশু’, ‘খেয়া’ ও ‘গীতাঞ্জলি’র মতো কবিতার বই, ‘গোরা’র মতো উপন্যাস। এই বই সেই সময়ের কাহিনী।