রবীন্দ্রনাথ যে সব মেয়েদের কথা বলেছেন, তারা স্মরণীয় হয়ে আছে কেবল মেয়ে বলে নয়, জীবনে তাদের বিশেষ ভূমিকা ও মানুষ হিসেবে তাদের ব্যক্তিত্বের কারণে। বিনোদিনী নিজেকে খুঁজে পেতে চায় ; লাবণ্য চায় এমন মানুষ খুঁজে পেতে যে তাকে ভালো মন্দ মিলিয়ে দেখতে পাবে ; বাইরের ঝড়ে পাল্টে যায় দামিনীর ভেতরের সত্তা। এদের নিয়ে এই বই। ফেরদৌসী হক এর আগে লিখেছেন ‘রবীন্দ্র উপন্যাসের শ্রেণিবিন্যাস ও নারী রূপায়ণ’।