প্রমথ চৌধুরী বলেন, রবীন্দ্রনাথের জমিদারিতে আমলাদের ‘একটা বড় কর্তব্য ছিল, সাহাদের হাত থেকে শেখদের বাঁচানো।’ রবীন্দ্রনাথ শিলাইদহে ও পতিসরে কৃষিব্যাংক স্থাপন করেছিলেন। পতিসর সম্পর্কে বলেছেন, ‘এত অবহেলা, অস্বাস্থ্য, অসৌন্দর্য, দারিদ্র্য, বর্বরতা মানুষের আবাসস্থলে কিছুতেই শোভা পায় না।’ বিশ্বাস করতেন, ‘আজ ধনীরা শহরে এসে ধনভোগ করছে বলেই গ্রামের সাধারণ লোকেরা আপন ভাগ্যের কার্পণ্য নিয়ে হাহাকার করছে।’