ছেলেবেলায় যে ইংরেজি বই দেখেছেন রবীন্দ্রনাথ, তা ‘তীক্ষ্ণ সঙিন উঁচাইয়া শিশুপালবধের জন্য কাওয়াজ করিতে থাকিত’। ইংরেজি বানান, বা, বাক্যগঠনরীতি, কোনওটিকেই যৌক্তিক বলে তাঁর মনে হয়নি। আক্ষেপ করে বলেছেন, এর জন্য তাঁকেই মূল্য দিতে হয়েছে। ক্লাসে ইংরেজি শিখিয়েছেন রবীন্দ্রনাথ, ইংরেজি শেখানোর জন্য বই লিখেছেন। ভাবতেন, ইংরেজি নাটক অভিনয় ওই ভাষা শেখায় কাজে লাগে।