রবীন্দ্রনাথ কেবল কবি ছিলেন না, ছিলেন মানবকল্যাণকামী এক মানুষ। জন্মÑনিয়ন্ত্রণের পক্ষে অবস্থান নিয়েছিলেন। যখনই ভেবেছেন গান্ধী ভুল পথে চলেছেন, প্রতিবাদ করতে দ্বিধা করেননি। কিন্তু গান্ধীর শক্তিতে আস্থা হারাননি। লিখেছেন, ‘অন্যান্য অনেক বিপদে মানুষের মনুষ্যত্ব জাগাইয়া তুলে কিন্তু ক্ষুধায় মনুষ্যত্ব দূর করিয়া দেয়।’ এই অন্য মানুষটির খোঁজ দেয় এই বই। সাদ কামালী জন্ম ২০ আগস্ট ১৯৬২। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর। রবীন্দ্রনাথ বিষয়ে শ্রেষ্ঠ প্রাবন্ধিক হিসেবে কলকাতা থেকে অর্জন করেন সাহিত্য-সম্মাননা ২০১০। প্রথম উপন্যাসের জন্য পেয়েছিলেন কথা সাহিত্য পুরস্কার ২০০১। ‘আগুনের গ্রহণ’, ‘জন্মে জন্মে যাত্রা’, ‘জিয়াফত’, ‘সাদা রক্ত’ (ছোটগল্প) ; ‘লালবাতি নীলমানুষ’, ‘জলপাই জামানা’, ‘লীলাবতি’, ‘নিগূঢ় প্রেম’ (উপন্যাস) ; ‘গল্পবোধ’, ‘গল্পপ্রবন্ধ’, ‘নারীপুরাতনীর সৃষ্টিপুরাণ’ (প্রবন্ধ) উল্লেখযোগ্য বই।