রবীন্দ্রনাথের জন্ম, লালন ও বৃদ্ধি কলকাতার নাগরিক পরিবেশে। গ্রামীণ সমাজ ও লোক-জনজীবন সম্পর্কে তাঁর কোন স্পষ্ট ধারণা ছিল না। এই অভিজ্ঞতা অর্জিত হয় জমিদারির দায়িত্বভার নিয়ে তিনি যখন পূর্ববঙ্গের গ্রামদেশে আসেন, তখন। শিলাইদহ-সাজাদপুর-পতিসরের গ্রামীণ পরিবেশ তাঁর মন-মনন-মানসকে গভীরভাবে স্পর্শ ও প্রাণিত করে। এই ত্রিভুজ ভূমির ভেতরে আবার শিলাইদহের কথা স্বতন্ত্রভাবে উচ্চারণ করতে হয়, কেননা শিলাইদহ রবীন্দ্রনাথের হয়ে ওঠা’র পেছনে একটি বড়ো ভূমিকা রচনা করেছে। উত্তরকালে তাই তিনি স্মরণ করেছেন গাঢ় আবেগে ‘আমার যৌবন ও প্রৌঢ় বয়সের সাহিত্য-রস সাধনার তীর্থস্থান ছিল পদ্মা প্রবাহচুম্বিত শিলাইদহ পল্লীতে’।
প্রকৃতপক্ষে রবীন্দ্রনাথের জীবন ও শিল্পভাবনায় শিলাইদহের প্রেরণা ও প্রভাব অপরিসীম। এই মহৎ শিল্পীর জীবনের এক মূল্যবান সৃজনশীল অধ্যায় অতিবাহিত হয়েছে শিলাইদহ পল্লীতে। তার শিল্পীজীবনের বিপুল ও বিস্ময়কর সৃষ্টির ধাত্রী এবং তাঁর কর্মজীবনের নিরীক্ষা ও সাফল্যের উর্বর ক্ষেত্রে এই নিভৃত পল্লীর প্রেক্ষাপটে রবীন্দ্রপ্রতিভার বিচিত্র বিকাশ কীভাবে সাধিত হয়েছে তার নানামাত্রিক পরিচয় গ্রহণের জন্যই এই গ্রন্থের পরিকল্পনা।
ড. আবুল আহসান চৌধুরী শিলাইদহ ও রবীন্দ্রনাথ-সম্পর্কিত উল্লেখযোগ্য প্রায় সকল রচনাই গ্রথিত করেছেন এই বইয়ে। এ-সকল রচনার ভেতরে দিয়ে শিল্পী ও কর্মী-রবীন্দ্রনাথের এই দুই সত্তার পরিচয়কেই আবিষ্কার করা সম্ভব হবে গ্রামীণ লোকায়ত পটভূমিকায়। এ-বই, রবীন্দ্রনাথ ও শিলাইদহ : যুগলবন্দী প্রেক্ষণ, সেই সূত্রে হয়ে উঠেছে রবীন্দ্রজীবনের শিলাইদহপর্বের এক বিশস্ত সাক্ষ্য ও অন্তরঙ্গ আলেখ্য।
ড. তারেক শামসুর রেহমান
ড. তারেক শামসুর রেহমান বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক সদস্য। তিনি বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ও বিভাগের সাবেক চেয়ারম্যান। অধ্যাপক রেহমান গত দু'দশক ধরে আন্তর্জাতিক রাজনীতি, আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক ও বৈদেশিক নীতি নিয়ে গবেষণা করছেন। এর ফলশ্রুতিতে তিনি এসব বিষয়ে বেশ ক'টি গ্রন্থও প্রকাশ করেছেন। আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পিএইচডি ডিগ্রির অধিকারী ড. রেহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেছেন এবং জার্মানী থেকে আন্তর্জাতিক সম্পর্কে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তুলনামূলক রাজনীতি নিয়ে তার বেশ ক'টি গ্রন্থ রয়েছে। অধ্যাপনার পাশাপাশি ড. রেহমান নিয়মিত কলাম লেখেন। প্রায় প্রতিটি জাতীয় দৈনিকে তার কলাম নিয়মিত ছাপা হয়। তার উল্লেখযােগ্য গ্রন্থগুলাের মধ্যে রয়েছে, বিশ্ব রাজনীতির ১০০ বছর, ইরাক যুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক রাজনীতি, নয়া বিশ্বব্যবস্থা ও সমকালীন আন্তর্জাতিক রাজনীতি, বিশ্ব রাজনীতির চালচিত্র, উপআঞ্চলিক জোট, ট্রানজিট ইস্যু ও গ্যাস রফতানি প্রসঙ্গ, বাংলাদেশ: রাষ্ট্র ও রাজনীতি, বাংলাদেশ রাজনীতির চার দশক, আন্তর্জাতিক রাজনীতি কোষ, দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতি, মধ্যপ্রাচ্যের রাজনীতি, সােভিয়েত-বাংলাদেশ সম্পর্ক ইত্যাদি। ড. রেহমান তার গবেষণার কাজে পৃথিবীর অনেক দেশ সফর করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের আইভিপি ফেললাে।