

রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেন নি
#রবীন্দ্রনাথ_এখানে_কখনও_খেতে_আসেন_নি ২০১৮ সালের একমাত্র বই (রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেন নি) যেটা একই সাথে কলকাতা এবং বাংলাদেশে প্রকাশিত হয় এবং এই বইয়ের দ্বিতীয় অংশ (রবীন্দ্রনাথ এখানে কখনও আসেননি) ২০১৯ সালের বইমেলায় কলকাতা এবং বাংলাদেশ- এ একই সাথে,একই দিনে প্রকাশিত হয় এবং দুই দেশেরই সেরা বিশ বইয়ের তালিকায় স্থান পায়। একটাই গল্প কে ছোট ছোট অনেক গুলো অধ্যায়ে ভাগ করা হয়েছে তবে সবচেয়ে মজার বিষয় হলো প্রত্যেকটা অধ্যায়ের শেষে রহস্য!!! মনে হয় যেন এক বসায় বইটা পড়ে শেষ করে দেই। আরেকটা মজার বিষয় হলো- নুরে ছফা , মুসকান জুবেরী, আতর আলী, গোর খোদক এবং বোবা দারোয়ান এসকল জটিল চরিত্রের মাঝে রহমান মিয়া নামক মজার চরিত্র লেখক মাঝে মাঝে টেনে আনছে। দুঃখজনক ব্যাপার হলেও সত্য যে আমাদের দেশের থ্রিলার রাইটার খুব কম বা যারা আছে সবার বই পড়ে থ্রিলার ফিলিংসটা আসে না, কিন্তু এই বইটার লেখক স্যার মোহাম্মদ নাজিম উদ্দিন অতিদক্ষতার সাথে এবং সুনিপুণভাবে গল্পটাকে পাঠকের সামনে উপস্থাপন করছে। মাঝে মাঝে পড়তে গিয়ে মাথা কিছুটা জগাখিচুড়ী টাইপ হয়ে যাবে যে, কি হচ্ছে এসব?? শেষ দিকটা তো অবশ্যই একটা বড় রহস্য। এরপর কি ??? এরপর কি - জানতে এই বইয়ের দ্বিতীয় অংশ (রবীন্দ্রনাথ এখানে কখনও আসেননি) এর মধ্যেই অর্ডার করে ফেলছি। আশাকরি শনিবার হাতে পাব। তবে দুঃখজনক ব্যাপার কি, আমাদের দেশের রাইটার কিন্তু আমাদের দেশের বইমেলায় সেরা বিশ এর তালিকায় তার বইটার সিরিয়াল ছিল ১৪ কিন্তু কলকাতায় এই নাম্বারটা ছিলো প্রায় অর্ধেক (৯)। হয়তো কলকাতা বইমেলায় বান্ধobi বা মস্তিষ্কের ক্যান্সার নামক বইগুলো নেই, এজন্য সত্তিকারের মানসম্পন্ন বই গুলো উপরের দিকে থাকে। আর যাদের বাংলাদেশের থ্রিলার বই গুলো নিয়ে একটু এলার্জি আছে তাদের কাছে অনুরোধ একটু সময় করে বই দুটো পড়ে দেখবেন। ধন্যবাদ।
লেখক নাজিম উদ্দিনের মৌলিক থ্রিলার হিসাবে ভালো লেগেছে। প্রথম দিকে কাহিনী খুব ধীরে আগালেও পরবর্তীতে মুস্কান জুবেরী আর আহমদ ছফা এর রহস্য উদ্ঘাটন পর্যায় উত্তেজনা ধরে রেখেছে। এন্ডিং টা আরো ভালো হতে পারতো !
বাংলা ভাষার এমন নিজস্ব রচনা সত্যিই প্রশংসার দাবিদার। কাহিনী ও চরিত্রের বিন্যাস চমৎকার। লেখক শেষ পর্যন্ত রহস্য ধরে রাখতে পেরেছেন। আর উপরি পাওনা হিসেবে রয়েছে চায়ের দোকানদার আর আতর আলীর মত ইন্টারেস্টিং চরিত্র। যারা টানটান উত্তেজনার মাঝেও পাঠকে হাসতে বাধ্য করবে। এছাড়া কাহিনীর সাথে সামঞ্জস্য রেখে ছবি সংযোজন বইটিকে আরও উপভোগ্য করে তুলেছে।যারা এখনও পড়েন নি দ্রুত পড়ে ফেলুন। আশা করি নিরাশ হবেন না।
SIMILAR BOOKS
