সফলতার অনেক পথ থাকে, সত্য ও ন্যয়ের পথে সফল হওয়ার সহজ পথ দেখিয়ে দিয়েছেন, জনপ্রিয় ব্যক্তিত্ব নেপোলিয়ন হিল। এই বইয়ের বারোটি অধ্যায়ে লেখক সফলতার নানান পরীক্ষিত পদ্মতির কথা তুলে ধরেন। যা ফলো করে আপনিও সফল হতে পারবেন সহজেই।
নেপোলিয়ন হিল
অলিভার নেপােলিয়ন হিল (২৬ অক্টোবর ১৮৮৩ - ৮ নভেম্বর ১৯৭০) ব্যক্তিগত উন্নয়নের একজন আমেরিকান লেখক। তিনি তার বই “থিংক এন্ড গ্রো রিচ’ বইয়ের জন্য সুপরিচিত । এটি প্রকাশিত হয় ১৯৩৭ সালে। বইটি সর্বকালের শ্রেষ্ঠ ১০টি আত্ম উন্নয়নমূলক বইয়ের একটি। তিনি ১৯০৮ থেকে ১৯২৮ পর্যন্ত টানা বিশ বছর আমেরিকার সবচেয়ে ধনী ৫০০ জন ব্যক্তির ওপর গবেষণা চালিয়েছেন এটা জানার জন্য যে কেন তারা সফল এবং অন্যরা ব্যর্থ । তিনি সাফল্য অর্জনের জন্য যে সূত্রাবলি আবিষ্কার করেন তার পুরােপুরি অব্যর্থ । আজকে বর্তমানেও যেকেউ এই সূত্রাবলি কাজে লাগাতে পারে এবং নিজের জীবনে সাফল্য, সুখ ও সমৃদ্ধি অর্জন করতে পারে ।