মানুষের অভ্যন্তরীণ বিষয়ে অনুসন্ধান করার কোনো অধিকার তোমাদের নেই। অভ্যন্তরীণ বিষয় আল্লাহর কাছে সোপর্দ, যদি তারা মুনাফিক হয়ে থাকে এবং নিজেকে বাঁচানোর জন্য "লা ইলাহা ইল্লাল্লাহ" পড়ে থাকে তাহলে আল্লাহ পাক তা ভালোভাবেই জানেন। বান্দার কাজ হলো বাহ্যিক অবস্থা বিবেচনা করা।৪ অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা উচিত নয়।
অতএব যদি কেউ 'ইসলাম' প্রকাশ করে তা গ্রহণ করা হবে, যদি সে মুনাফিকী করে, বা অন্য কোনো উদ্দেশ্যে ইসলাম গ্রহণ করে থাকে। তার ফায়সালার দায়িত্ব আল্লাহ পাকের। অন্য এক আয়াতে আল্লাহ পাক বলেন:-
فَإِنْ تَابُوا وَأَقَامُوا الصَّلوةَ وَاتَوُا الزَّکٰوةَ فَإِخْوَانُكُمْ فِي الدِّينِ .
"যদি তারা তাওবা করে, সালাত কায়েম করে এবং যাকাত প্রদান করে, তাহলে তারা তোমাদের ভাই।" (সূরা আত্ তাওবা : ১১)
আল্লামা ইমাম নববী রহ.
Title :
রিয়াদুস সালিহীন (১ম-৪র্থ খন্ড) (হার্ডকভার)