ঋত্বিক ঘটক, বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি-পুরুষ। যিনি বাধাবন্ধনহীন উদ্দাম জীবনের মোমবাতি দু'দিকেই পুড়িয়েছিলেন যিনি। এমনি এক ঋত্বিকের পরিচয়সবাই জেনে এসেছেন, এতকাল। তার বিপরীতে প্রথমবারের মতো এখানে মেলে ধরা হলো ঋত্বিকের বাল্য-কৈশোর ও যুবা বয়সের পারিবারিক পটভূমির অন্তর ১২ ঘরোয়া ছবি। ঋত্বিকেরই যমজ বোন প্রতীতি দেবী, ভাইইয়ের প্রতি স্মৃতি তর্পণ হিসেবে নিবেদন করেছেন এই গ্রন্থ। ভিন্ন এক জীবনচিত্র আমরা পাই এখানে, বিত্ত ও চিত্তের বৈভবে সমৃদ্ধ ভরাট সংসারে এক কিশোরের বেড়ে ওঠা, তরুণ মনে সমাজের বঞ্চনা ও অস১২তির অভিঘাত, সর্বোপরি দেশভাগের বেদনাদীর্ণ ঘটনাসেধাতে দিকভ্রষ্ট জীবন৩৪এই সবের মধ” দিয়ে ফুটে উঠেছে সম্পূর্ণ আলাদা এক ঋত্বিকের ছবি। ঋত্বিক-জীবনের এই অচেনা দিককে না জানলে শিল্পী ঋত্বিককে জানা কখনো পূর্ণতা পাবে না। প্রতীতি দেবী বর্তমান গ্রন্থে কেবল তাঁর প্রাণের ভাইয়ের কথাই বলেননি, ঋত্বিকের প্রাণের কথাই ফুটে উঠেছে এই নিবিড় ও অসাধারণ স্মৃতিচারণে।