ঘুম ভাঙার আগে আগে বেশ অনেকক্ষণ একটানা স্বপ্ন দেখছিল শান্ত রায়হান। স্বপ্নটা হল-একটা স্পেসশিপে জিমি আর সে মহাকাশে ছুটছে। তাদের গন্তব্য কোথায় তারা জানে না। অজানা কোনো গ্রহে বা তারার দেশে হয়তো তারা নামবে। কিন্তু কোন সে দেশে তারা নামবে? একটার পর একটা গ্রহ-উপগ্রহ তারা পিছনে ফেলে যাচ্ছে। যুতসই কোনো তারার দেশ এখনো তাদের ধরাছোঁয়ার মধ্যে আসেনি। জিমিকে বেশ অদ্ভুতরকম সুন্দর লাগছে। মাঝেমধ্যে সে তার দিকে পাশ ফিরে তাকাচ্ছে। মিটিমিটি হাসি, হেলমেটের বাইরে থাকা চুলের ফুরফুরে নাচনি, চাহনি-এসব শান্ত রায়হানের মনটাকে দোলাচ্ছে। শান্ত রায়হান একসময় জিমিকে কাছে টেনে নেয়। স্পেসশিপ জেট স্টর্মে যেন একটা ঝাঁকুনি খেয়ে উল্টে গিয়ে আবার সোজা হল-স্বপ্নের এ পর্যায়ে ছোট ময়াজ্জিনের কর্কশ আজান কানে প্রবেশ করল। শান্ত রায়হান কিছুক্ষণ বিছানায় এপাশওপাশ করল। আজান শেষে আবার চোখ লাগিয়ে স্বপ্নের বাকিটুকু দেখা যায় কিনা সে চেষ্টা করল। কিন্তু চেষ্টা বৃথা। সে মর্নিং ওয়াকে যাওয়ার জন্য প্রস্তুত হল।