ফ্ল্যাপের কিছু কথাঃ মাঝরাতে সামিনের হঠাৎ ঘুম ভেঙে গেল। সে বিস্মিত হয়ে দেখল পার পড়ার টেবিলে রাখা বায়োটপটা ( অত্যাধুনিক কম্পিউটার) আপনি আপনি চালু হায়ে যাচ্ছে। সেখান থেকে ধীরে ধীরে বের হয়ে আসছে উজ্জ্বল নীল একটা আলো। সামিন বায়োটপের সামনে আসতে স্ক্রিনে বিশ-একুশ বছরের অদ্ভুদ সুন্দর একটি মেয়ের অবয়ব ভেসে উঠল। সামিন কথা বলতে মেয়েটি জানাল, তার নাম রিরি, সে গিলিনিহা গ্রহ থেকে এসেছে এবং পৃথিবী থেকে যুদ্ধবিগ্রহ দূর করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে চায়।
সামিন কয়েকদিনেই বুঝে গেল কী অবিশ্বাস্য ক্ষমতার প্রতিষ্টা অধিকারী রিরি! রিরি যে শুধু আলো আর শব্দের মধ্যে দিয়ে চলতে পারে তা নয়, সে ভবিষ্যৎ বলতে পারে , ক্ষেত্রবিশেষ সময়কে আটকে রাখতে পারে, এমনকি বর্তমান সময়ে পরিবর্তন এনে ভবিষ্যৎকে নিজের মতো সাজাতে পারে।
সম্পর্কের এক পর্যায়ে রিরি সামিনকে তাদের স্পেসশিসে আসার আমন্ত্রণ জানায় । সামিন রাজিও হয়। রিরিদের স্পেসশিপে সামিনের সাথে আরও একজন আমন্ত্রিত হয়। তার নাম নোভা। কিশোর সামিন এবং কিশোরী নোভা দুজনের ভিনগ্রহের অতি উন্নত প্রাণীর স্পেসশিপ ভ্রমণের এমন দূর্লভ সুযোগ পেয়ে সত্যি আনন্দিত। তাদের এই ভ্রমণের আয়োজন সর্বোচ্চ গোপনীয়তার সাথে করা হয়েছে। তারা দুজন ছাড়া আর কেউ জানে না যে তারা ভিন গ্রহের প্রাণীর স্পেসশিপে যাচ্ছে।
শেষ পর্যন্ত আসলে কী ঘটেছিল সামিন আর নোভার জীবনে? সত্যি কি তারা রিরির মতো অতি উন্নতবুদ্ধির প্রাণী সহায়তায় পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছিল? নাকি নিজেরাই হারিয়ে গিয়েছিল গিলিনিহা ডগ্রহের রহস্যময় প্রাণী রিরির নির্মম শিকার হয়ে?
মোশতাক আহমেদ
জন্ম ৩০ ডিসেম্বর ১৯৭৫, জেলা ফরিদপুর। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিপার্টমেন্ট থেকে এম ফার্ম ডিগ্রি অর্জন করেছেন। পরবর্তীকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ এবং ইংল্যান্ডের লেস্টার ইউনিভার্সিটি থেকে ক্রিমিনােলােজিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে তিনি একজন চাকরিজীবী। BOIB তাঁর উল্লেখযােগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে,
সায়েন্স ফিকশন : রােবটিজম, ক্লিটি ভাইরাস, নিহির ভালােবাসা, লাল শৈবাল, গিপিলিয়া, বায়ােবােট নিওক্স, পাইথিন, লাল গ্রহের লাল প্রাণী, দ্বিতীয় পৃথিবী, ক্রিকি, ক্রি, লিলিপুটের গ্রহে, পৃথিবীতে লিলিপুটেরা, লিলিপুটদের ফিরে যাওয়া, রােববা, নিকি, অণুমানব, সবুজমানব, লালমানব, রােবটের পৃথিবী, প্রজেক্ট ইক্টোপাস, গিগাে, রিরি। সায়েন্স ফিকশন সিরিজ : রিবিট, কালােমানুষ, রিবিট এবং ওরা, রিবিটের দুঃখ, শান্তিতে রিবিট। ভৌতিক : অতৃপ্ত আত্মা, প্রেতাত্মা, আত্মা, রক্ততৃষ্ণা, অভিশপ্ত আত্মা, রক্ত পিপাসা, উলু পিশাচের আত্মা। গােয়েন্দা এবং কিশাের অ্যাডভেঞ্চার : ডাইনােসরের ডিম, লাল গ্যাং, নীল মৃত্যু, ববির ভ্রমণ, জমিদারের গুপ্তধন। প্যারাসাইকোলজি : মায়াবী জোছনার বসন্তে, জোছনা রাতের জোনাকি, মন ভাঙা পরী। ভ্রমণ উপন্যাস: বসন্ত বর্ষার দিগন্ত স্মৃতিকথা : এক ঝলক কিংবদন্তী হুমায়ূন আহমেদ মুক্তিযুদ্ধ : নক্ষত্রের রাজারবাগ, মুক্তিযােদ্ধা রতন। ‘জকি তার জীবনধর্মী বহুলপ্রশংসিত উপন্যাস। পুরস্কার : নক্ষত্রের রাজারবাগ গ্রন্থের জন্য এইচএসবিসি কালি ও কলম সাহিত্য পুরস্কার ২০১২।