পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্রো নিহত হওয়ার মাত্র কয়েকদিন আগে এই অসাধারণ বইটি লিখে শেষ করেন। এই বই ধারণ করে আছে তার নির্মাহ ব্যাখ্যা ভাষ্যকারী সত্তাকে, এছাড়া এ বইয়ে বেনজির সন্ধান করেছেন সেই উপকরণরাশির, যা দিয়ে ইসলাম ও পশ্চিমের মধ্যেকার দুস্তর ফারাক দূর করা সম্ভব হবে। বানানো সম্ভব হবে সংযোগ সেতু্।
বেনজির ভূট্টো
Title :
রেকনসিলেশন : ইসলাম, গণতন্ত্র এবং পশ্চিমা বিশ্ব