সময়ের সাথে ভাষা বদলে যায়। সাথে পরিবেশও। ভাবনাও বদলে। বদলে যায় সাহিত্যের প্যাটার্ন। সময়ের এই পরিবর্তনে কবিতা যে কতটুকু বদলেছে- তা, কবি এ কে এম আব্দুল্লাহর কবিতা না পড়লে জানা হতো না। তার কবিতায় একটি আধুনিক নকশি আঁকা দর্পন আছে। আছে সময়ের সাথে তাল মেলানো দর্শন।
ইতোমধ্যে তার প্রকাশিত বইগুলো সাহিত্যে সে স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে। তার প্রমাণ হলো এই বই। এই বইটিতে দেশ-বিদেশের বরেণ্য কবি সাহিত্যিক তার প্রকাশিত পাঠকপ্রিয় বই নিয়ে আলোচনা করেছেন। তাঁদের সারগর্ভ আলোচনায় আমরা জানতে পারব বর্তমান সময়ে কবি এ কে এম আব্দুল্লাহ কতটুকু গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন।
গুণীজনের আলোচনা সম্বলিত বইটি প্রকাশ করতে পেরে অনার্য সত্যিই আনন্দিত।