রায়না হককে কনক সরকার এক অদ্ভুত প্রস্তাব দিল। রায়নাকে সে নিয়োগ করতে চায় একজন টিউটার হিসাবে। সেটা এমনকিছু অদ্ভুত না, অদ্ভুত যেটা সেটা হল ওর ছাত্র। রায়নার ছাত্র একজন এলিয়েন। কনকের মতে পৃথিবীর আদি অবস্থা থেকে এখানে এলিয়েন বসবাস করে এসেছে। কনক নিজেও নাকি এ পৃথিবীর না। ও যে গ্রহ থেকে এসেছে, সেখানে সবাই এক একটা বই।
শুনে রায়না হাসবে না কাঁদবে, বিশ্বাস করবে কী করবে না, ভেবে পেল না। কনকের কথা একেবা রে উড়িয়েও দেয়া যাচ্ছে না! কনক এমনসব ভেলকি দেখাচ্ছে, তাতে বিশ্বাস না করে যাবে কোথায় রায়না? এভাবেই কাহিনী এগিয়ে যেতে থাকে। ঘটতে থাকে একের পর এক মজার ঘটনা।