রাসুলুল্লাহ (সা:) এর নামায (১ম ও ২য় খণ্ড একত্রে)
"কিয়ামাতের ময়দানে মহান আল্লাহ্ সুবহানাহু ওয়া তা’আলা তাঁর বান্দার ছালাতের হিসাব চাইবেন। এতেই বোঝা যাই ইসলামে ছালাতের কি পরিমাণ গুরুত্ব। এই ছালাত যদি সঠিক না হয় তাহলে আমাদের অবস্থা যে কতটা ভয়াবহ হবে তা আমরা খুব সহজেই অনুমান করতে পারছি। তাই আপনার আমার ছালাত যেন সঠিক হয় এবং কিয়ামাতের ময়দানে পরিপূর্ণ ছালাতের নেকী নিয়ে হাযির হতে পারি এজন্যই বইটি পাঠ করা প্রত্যেক মুসলিম নর-নারীর উপর বর্ণতাতীত গুরুত্বপূর্ণ।" "এই বইটি সম্পর্কে আর কি বলবো... শ্রেষ্ঠ একটি সালাতের বই। প্রতিটি কথার দলিল সাপেক্ষে তিনি এই বইটি লিখেছেন। প্রচলিত জাল ও বানোয়াট যেসব কুসংস্কার আমাদের সমাজে ছড়িয়ে আছে তার মুখোস উন্মোচিত করেছেন তিনি। নামাযের বিধিমালা গুলো বলেছেন পর্যায়ক্রমে ও প্রতিটি কথার রেফারেন্স দিয়েছেন তিনি। সহীহ হাদিসের আলোকে সুন্দর ও সঠিক একটি বই তিনি লিখেছেন। অত্যান্ত উপকৃত হয়েছি আমি বইটি পড়ে। এক কথায় অসাধারণ। পাঁচ ওয়াক্তের নামায সহ, জানাযা নামায, কিয়ামুল লায়েল, তারাবীহ, তাহাজ্জুদ, প্রভৃতি নামাযের বর্ননাসহ তথ্য সহ গ্রন্থটি লিখেছেন সাবলীলভাবে। আমি বইটি পড়ে অনেক উপকৃত হয়েছি..।"
Khub vhalo akta boi aitar moddhe vhalo kisu lekha acche ja amrder Islam ar jonno shikhonio রাসুলুল্লাহ (সা:) এর নামায (১ম ও ২য় খণ্ড একত্রে)Namzer bishoy gula ullekh kora hoyeche amr kache vhalo legese (Mahal)