রাসূলের চোখে দুনিয়া (হার্ডকভার)
আমারা মানবজাতী সর্বদাই দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি।আমরা দুনিয়া নামক এই পুজাতে নিজেকে মগ্ন রাখছি।এতোই ব্যস্ত হয়ে পরছি যে আমারা আমাদের দুনিয়াতে আসার কারনি ভুলে যাচ্ছি । আমরা আমাদের আল্লাহর পথ থেকে সরে আসছি।আমরা কি কখনো চিন্তা করেছি আমদের প্রিয় নবী-রাসুলদের কাছে দুনিয়ার মায়া কেম ছিল? বা রাসূল (সাঃ) এর চোখে দুনিয়া কেমন? ইমাম আহমাদ ইবনু হাম্বাল (রহিমাহুল্লাহ) তার এই বইয়ে,এই বিষয়ে আলোচনা করেছন । বিভিন্ন হাদিস এর ব্যবহার করে দুনিয়ায় মানুষের কি করতে হবে কি ভাবে চলতে হবে তা বুঝানো চেষ্টা করেছেন।রাসূল (সাঃ) এর জীবন থেকে নেওয়া কিছু উদাহরণ ব্যবহার করে আমদের সচেতন করছেন।বইটি পড়ে আমার ভালো লেগেছে, আমি জানি এই বইটি আমার কত কাজে আসবে।আমাদের সবার উচিৎ বইটি একবার হলেও পড়া আর নিজের জীবনে কাজে লাগানো ।অনেক দিন পর এমন ভালো মানের বই পড়ে আমি অনকে আনন্দিত।
দুনিয়া এক রহস্য-ঘেরা জায়গা! এখানে মানুষ আসে। শৈশব, কৈশোর ও তারুণ্যের সিঁড়ি বেয়ে বার্ধক্যে পৌছে। তারপর হঠাৎ একদিন চলে যায়। এই স্বল্পতম সময়ে দুনিয়াবি সফলতার চাবি অর্জনে মানুষ সাফল্যের সিঁড়ি বেয়ে উপরে উঠার সংগ্রাম করে; অথচ সে জানে না উপরে উঠতে গিয়ে সে কতটা নিচে নেমে যাচ্ছে! দুনিয়ার সাথে আমাদের সত্যিকার সম্পর্ক কী? দুনিয়ার ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত? প্রকৃত সফলতা কিসে? নাবি-রাসূলদের জীবন ও বক্তব্য থেকে এসব প্রশ্নের উত্তর জানতে পড়ুন সাড়ে এগারো শত বছর পূর্বে রচিত এক মহামূল্যবান গ্রন্থ ‘কিতাবুয যুহদ বা রাসূলের চোখে দুনিয়া।
বইঃরাসূলের চোখে দুনিয়া দুনিয়া এক রহস্যঘেরা জায়গা। এখানে মানুষ আসে। শৈশব, কৈশোর আর তারুণ্যের সিড়ি বেয়ে বার্ধক্যে পৌঁছে। তারপর হঠাৎ একদিন চলে যায়। এই স্বল্পতম সময়ে দুনিয়াবি সফলতার সিঁড়ি বেয়ে উপারে উঠার জন্য মানুষের কি নিরন্তর চেষ্টা। অথচ সে জানে না উপরে উঠতে গিয়ে সে কতটা নিচে নেমে যাচ্ছে। দুনিয়ার সাথে আমাদের সত্যিকার সম্পর্ক কী? দুনিয়ার ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত? প্রকৃত সফলতা কিসে? নবী রাসূলদের জীবন ও বক্তব্য থেকে এসব প্রশ্নের উত্তর জানতে পড়ুন ইমাম আহমদ ইবনে হাম্বল (রহঃ) রচিত এক কালজয়ী গ্রন্থ ‘কিতাব যুহুদের’ অনুবাদ এই ‘রাসূলের চোখে দুনিয়া’
রাসূলের চোখে দুনিয়া ai boiti te Emen kisu kotha Ullkeh kora hoyese ja khusi oshadharon রাসূলের চোখে দুনিয়া boite Nabijir kahani nie kotha bola hoyese
অসাধারণএকটা বই খুবইগুরুত্বপূর্ণ আলোচনা সহজ ভাবে তুলে ধরাহয়ে।