অভিনয় শিল্পী হিসেবে পরিচিতি পেলেও শিল্পকলার অন্যান্য মাধ্যমে তার রয়েছে নিজস্ব বিচরণ। স্কুলে যাওয়ার আগে থেকেই নিয়েছেন শাস্ত্রীয় নৃত্যে প্রশিক্ষণ, ফলস্বরূপ জাতীয় পুরস্কারসহ নানান পুরস্কারে পুরস্কৃত হয়েছেন তিনি। পারিবারিক সাংস্কৃতিক পরিমণ্ডলের কারণে ছোটবেলা থেকে বিভিন্ন পত্র-পত্রিকায় লেখালেখির অভ্যাস ছিল তার। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ইস্যুতে লেখালেখি করেন নিয়মিত। সাম্প্রতিক সময়ে ছবি আঁকা শুরু করেও পাচ্ছেন ভূয়সী প্রশংসা। লেখা, আঁকা অথবা অন্য কোনো শৈল্পিক প্রকাশে তাঁর রয়েছে নিজস্বতার ছাপ, তাই এই বইয়ে লেখা কবিতাগুলো একেবারেই তাঁর নিজস্ব চিন্তার প্রতিফলন। হয়তো কবিতা হয়তো অনুভূতি, যখন যা মনে এসেছে তাই লিখে গেছেন আপন মনে সত্য অনুভবে। কবিতার আঁতুড়ঘরে আশনা হাবিব ভাবনা সদ্য ভূমিষ্ঠ এক কবি, তাঁর এ কাব্যযাত্রাপথ কুসুমিত হোক এই কামনা করি।
আশ্না হাবিব ভাবনা
গ্রামের বাড়ি নীলফামারীতে। তবে তিনি ১৯৯৪ সালের ০৩ আগস্ট ঢাকায় জন্মগ্রহণ করেন। তার বাবা হাবিবুল ইসলাম একজন মঞ্চ অভিনেতা ও গল্প লেখক এবং তার মা রেহানা হাবিব একজন গৃহিণী।তিনি বাংলাদেশ লিবারেল আর্টস বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস ও ইংরেজিতে স্নাতক করেছেন। তার অভিনয় জীবন শুরু করেন "নট আউট" নাটকের মাধ্যমে। এটাই ছিল তার প্রথম টিভি নাটক। পরে তিনি একের পর এক টিভি ধারাবাহিকে কাজ করতে থাকেন। ২০১৭ সালে তিনি তার চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন ভয়ংকর সুন্দর চলচ্চিত্রের মাধ্যমে। তিনি এই পর্যন্ত গ্রামীণফোন, মজো, রাঁধুনী, প্রাণ, মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, ফ্রুটো, দৈনিক কালের কণ্ঠ, দ্যা ডেইলি সান, পারটেক্স, স্প্রিন্ট মোবাইল ও রবি কোম্পানির পণ্যদূত হিসেবে কাজ করেছেন।