একবার শিশু দিবসে রারাদের ইশকুলে নানা আয়োজন। রারা তাতে বড় কানঅলা খরগোশ সেজে অভিনয় করলো। রারার অভিনয় দেখে সবাই খুশি হলো। প্রধান অতিথি তাকে পুরস্কার দিলেন।
খরগোশের অভিনয় করে রারা ইশকুল থেকে বাড়ি ফিরে দেখলো, তাদের খাবার টেবিলে ইয়া বড় এক গাজর সাজিয়ে রাখা। রারা জানে গাজর খরগোশের প্রিয় খাবার। কিন্তু তাদের বাসায় খাবার টেবিলে এত বড় গাজর কে রাখলো! সত্যি সত্যিই কি বাড়িতে কোনো খরগোশ এসেছে?
তোমাদের জন্য রারা সিরিজের তৃতীয় বই ‘রারা সাজলো খরগোশ’। পড়েই দেখো না, কী মজার গল্প!
অস্ট্রিক আর্যু
অস্ট্রিক আর্যু । জন্ম ও অদ্যবধি বেড়ে ওঠা পুরনাে ঢাকায়। মূলত কবিতা ও আলস্যপ্রেমি এই মানুষটি ভালােবাসেন বন্ধু স্বজনের সজীবসান্নিধ্য আর নিরুপদ্রব জীবন। ঢাকার গেন্ডারিয়ায় অবস্থিত শিক্ষা ও সংস্কৃতি-নির্ভর প্রতিষ্ঠান টোটেম একাডেমীর সাথে সম্পৃক্ত। গল্প লেখা আর ছবি তােলাতেই তার আগ্রহ সমধিক। ভালােবাসেন। শিশুকিশােরদের নিয়ে লিখতে। দর্শন তার একটি প্রিয় বিষয়। বইয়ের সংখ্যা অর্ধশতাধিক।