বাবা-মার সঙ্গে চিড়িয়াখানা দেখতে গিয়ে হাতিকে ভীষণ ভালো লেগে গেলো রারার। বাড়ি ফিরে হাতিকে চিঠি লিখলো সে। চিঠি পেয়ে হাতি তো খুশিতে গদগদ। একদিন সকালে সত্যি সত্যিই হাতি রারাদের বাড়ি এসে হাজির। রারার মা দরজা খুলে দিয়ে হাতিকে দেখে অবাক। রারা তখন ঘুমাচ্ছিল। তাকে ডেকে তুললেন মা। রারা হাতি আসার খবর পেয়ে তড়িঘড়ি উঠে এলো।
তোমাদের জন্য ভীষণ মজার গল্প ‘রারা ও নীল হাতি’। পড়তে শুরু করলে শেষ না করে উঠতেই পারবে না।
অস্ট্রিক আর্যু
অস্ট্রিক আর্যু । জন্ম ও অদ্যবধি বেড়ে ওঠা পুরনাে ঢাকায়। মূলত কবিতা ও আলস্যপ্রেমি এই মানুষটি ভালােবাসেন বন্ধু স্বজনের সজীবসান্নিধ্য আর নিরুপদ্রব জীবন। ঢাকার গেন্ডারিয়ায় অবস্থিত শিক্ষা ও সংস্কৃতি-নির্ভর প্রতিষ্ঠান টোটেম একাডেমীর সাথে সম্পৃক্ত। গল্প লেখা আর ছবি তােলাতেই তার আগ্রহ সমধিক। ভালােবাসেন। শিশুকিশােরদের নিয়ে লিখতে। দর্শন তার একটি প্রিয় বিষয়। বইয়ের সংখ্যা অর্ধশতাধিক।