ফ্ল্যাপের কিছু কথাঃ রণক্ষেত্রে সারাবেলা’ গ্রন্থটি মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ। হোসেনউদ্দীন হোসেন ছিলেন মুক্তিযুদ্ধের সম্মুখ সমরের একজন সাহসী যোদ্ধা। তিনি সেই সময় যা দেখেছেন এবং করেছেন তা এই গ্রন্থে প্রকাশ করেছেন। বাঙালির দুর্যোগময় ও অপকালীন সময়ের সঙ্গে তিনি ওতপ্রোতভাবে ছিলেন বলেই এরকম একটি গ্রন্থ রচনা করা তার পক্ষে সম্ভব হয়েছে। এই গ্রন্থটিতে ব্যক্তির চেয়ে সমষ্টিকে বিশেষভাবে প্রাধান্য দেয়া হয়েছে। তুলে ধরা হয়েছে ঘটনার পশ্চদবর্তী কারণসমূহ। তুলে ধরা হয়েছে বাঙালি জনগোষ্ঠীর অতীত ইতিহাস। তুলে ধরা হয়েছে জনগোষ্ঠীর থেকে একটি জাতিসত্তার ক্রমবিকাশ ও স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের উৎপত্তির বিবরণ। গ্রন্থটিতে কোনো কাল্পনিক কাহিনী নেই। আছে সত্য লোমহর্ষক ঘটনার চিত্র। এই গ্রন্থটি মহান মুক্তিযুদ্ধের একটি স্মরণীয় ইতিহাস।