ফ্ল্যাপের কিছু কথাঃ ইংরেজী আমলে শুরু হয়ে অবিভক্ত বাংলার নাট্যচর্চা। বাংলা সাহিত্যের প্রথম সামাজিক নাটক রামনারায়ণ তর্করত্নের (ভট্রাচার্য) ‘কুলীনকুল সর্বস্ব’। এই নাটক রচনায় পৃষ্ঠপোষকতা দান রংপুরের কুণ্ডরি জমিদার কালীচন্দ্র রায় চৌধুরীর এক মহৎ কীর্তি। ঊনবিংশ শতাব্দীতে রঙ্গপুরে নাট্যকার ও নাট্যশিল্পীদের সংঘবদ্ধ প্রয়াসে গঠিত নাট্যসমাজ। বাংলাদেশের নাট্যচর্চার ইতিহাস নেই। অথচ এর প্রয়োজনীয়তা অনস্বীকার্য। রঙ্গপুরের নাট্যচর্চার ইতিহাস রচনার এক অপরিহার্য উপাদান। এই অভাব পূরণে ‘রঙ্গপুরের নাট্যচর্চার ইতিহাস’ রচনার প্রয়াসে। ‘ইতিহাস ও ঐতিহ্যসমৃদ্ধ প্রাচীন ভূখণ্ড রঙ্গপুর। প্রশাসনিক প্রয়োজনে বিভক্ত রঙ্গপুরের পাঁচ জেলা-রংপুর, নীলফামারী, গাইবান্ধা,লালমনিরহাট ও কুড়িগ্রামের নাট্যচর্চার গৌরবময় ঐতিহ্য ধারণ করে ‘রঙ্গপুরের নাট্যচর্চার ইতিহাস’।