

রামাদানের সওগাত
বই রিভিউঃ রামাদানের সওগাত।।। রামাদানের সওগাত বইটি মূলত খুতবাতুল ইসলাম বইয়ের রামাদান মাসের আলোচনা নিয়ে আলাদা করে করা বই। আলাদা করে করার উদ্দেশ্য হচ্ছে সব পাঠকই যেনো পড়তে পারে। বইটিতে মোট পাঁচটি অধ্যায় আছে। প্রথম অধ্যায়ঃ সিয়াম, রামাদান ও কুরআন। এই অধ্যায়ে সিয়াম সম্পর্কে বিস্তারিত আলোচনার করেছেন যার মধ্যে এসেছে সিয়ামের গুরুত্ব এবং সিয়াম কার জন্য কাজ করা। দ্বিতীয় অধ্যায়ঃ আহকামে সিয়াম ও কিয়াম। সাহরী খাওয়া আমাদের জন্য প্রয়োজন অথচ আল্লাহ সাহরী খাওয়াকেও ইবাদত বানিয়ে দিয়েছেন আমাদের জন্য। তৃতীয় অধ্যায়ঃ যাকাত। যাকাত কিভেব দিবেন? কাকে কাকে দিবেন? কোন কোন সম্পদের উপর যাকাত ফরজ এবং কতটুকু যাকাত দিবেন? এসব প্রশ্নের উত্তর এই অধ্যায়ে আলোচনা করেছেন। চতুর্থ অধ্যায়ঃ শবে কদর, ইতিকাফ ও ফিতরা।। পঞ্চম অধ্যায়ঃ জুমা'আতুল বিদা ও ঈদুল ফিতর। এই ৫টি পয়েন্ট নিয়ে আলোচনা করা হয়েছে বিস্তারিতভাবে।।। ।।।
বই:রামাদানের সওগাত ছোট্ট এই বইটিতে লেখক রমজানের পূর্ব প্রস্তুতি থেকে শুরু করে ঈদের সালাত পর্যন্ত সময়ের করণীয় প্রত্যেকটি বিষয় কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। বিষয়সমূহের মধ্যে অন্তর্ভুক্ত সিয়াম,আহকামে সিয়াম,কিয়াম, যাকাত,শবে ক্বদর,ইতিকাফ,
SIMILAR BOOKS
