মানব সৃষ্টির মূল রহস্যই হলাে আল্লাহর আনুগত্য করে আবদ তথা গােলাম হওয়ার পরিচয় দেয়া। আর এ উদ্দেশ্যকে পবিত্র কুরআনে এভাবে উল্লেখ করা হয়েছে
وما خلقت الجن والانس الا ليبون
‘আমি মানুষ এবং জ্বিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি।'
তবে সমস্ত ইবাদত হতে রােযার বৈশিষ্ট্যই ভিন্ন ধরনের। লােক দেখানাের জন্য এ ইবাদত পালন করার কোন সুযােগ থাকে না। রমযান শুরু হতেই মানুষের মাঝে এক ধরনের উৎসবের আমেজ লক্ষ্য করা যায়। সকলেই রােযার বিধান পালন করার জন্য সচেষ্ট হয়ে উঠেন। তবে যেহেতু রমযান মাস এক বছর পর পর মানুষের সামনে উপস্থিত হয়। এ কারণেই প্রতি রমযানে যেখানেই যাই প্রায় সকলেই এ ধরনের প্রশ্ন করেন যে, এ মাসে কোন্ দিন কি ইবাদত করবাে? এ বিষয়টি লক্ষ্য করে অনেক সময় মনে রমযানের ইবাদত সংক্রান্ত বিষয়ে একটি বই লেখার প্রয়ােজন অনুভব করছিলাম। তবে ব্যস্ততা ও সময়ের স্বল্পতার দরুণ সম্ভব হচ্ছিলাে না। গত ২০১৪ইং সনে মদীনা শরীফের লাইব্রেরীতে ঢুকে কিতাব মুতালা’আ করছিলাম। আহকামে রমাযান’ নামের একটি পুস্তক নজরে আসলাে। ফিরে আসার সময় পুস্ত