আসন্ন রমাদানকে সামনে রেখে ইলমওয়েব প্রকাশনী নিয়ে এসেছে তাদের প্রথম বই ‘রমাদান : জিজ্ঞাসা ও জবাব’। বইটি মূলত শাইখ আহমাদ মুসা জিবরিলের রমাদানসংশ্লিষ্ট আর্টিকেল ও ট্রান্সক্রাইবড লেকচারের সংকলন। এ ছাড়াও যুলহিজ্জাহর শেষ দশদিন নিয়ে একটি অনুবাদও সংযুক্ত করে দেয়া হয়েছে। এই বইতে স্থান পেয়েছে রমাদানের ফজিলত, করণীয় আমল, রমাদানে প্রচলিত ভুল, বিভিন্ন প্রশ্নোত্তর, যাকাতুল ফিতর, ইতিকাফ, নারীদের জন্য বিশেষ মাসায়েল, ঈদে করণীয়-বর্জনীয়, যুলহিজ্জার প্রথম দশদিনে করণীয় সহ ইত্যাদি বিষয়াদি।