ফ্ল্যাপের কিছু কথাঃ যুগ যুগান্তর ধরে প্রকৃতির রঙ্গরসে ভরামেস স্বাস্থ্যকর স্থান কক্সবাজারের রাখাইন বৌদ্ধ জাতির উচ্চ শিক্ষিত সম্ভ্রান্ত পারিবারে প্রকৃতির এক শুভ লগ্নে জন্ম নিয়েছিলেন মহৎ প্রতিভাবান এবং রাখাইন জাতির ঐতিহ্যপূর্ন প্রতিষ্ঠাকারী ‘রাখাইনাদর্শ’ ( বাংলাদেশের রাখাইন জাতি) গ্রন্থের প্রণেতা মি: মংছেনচীং( মংছিন) ১৯৬১ ইংরেজী সনে ১৬ই জুলাই রোজ শুক্রবার গ্রহরাজ সিংহ রাশির জাতক কক্সবাজার পৌরসভার চাউল বাজার সড়কস্থ (রাখাইন পাড়া) পৈত্রিক বাস ভবনে জন্ম গ্রহণ করেনূ। তার পিতার নাম স্বর্গীয় উ অংচাথোয়েন ও মাতার নাম স্বর্গীয় ড. মাক্যচীং । পাঁচ ভাই ও এক বোনের কনিষ্ঠ। শৈশব থেকে বিভিন্ন দেশী-বিদেশী শীর্ষস্থানীয় পত্র-পত্রিকায় রাখাইন জাতির ইতিহাস, ধর্ম, সাহিত্য, সংস্কৃতি , কৃষ্টি প্রভৃতি বিষয়ে লেখালেখি করে আসছেন। বাংলাদেশ বেতার চট্রগ্রাম কেন্দ্রের কথিকা লেখক ও পাঠক। তিনি রাখাইন নৃত্য, চারু ও কারুকলা এবং বাংলা, ইংরেজী, পালি,রাখাইন, মারমা, বার্মিকজ, ত্রিপুরা ও চাকমা ভাষায় পড়া ও লেখার পারদর্শী। বাংলাদেশ রাখাইন বৌদ্ধ সংগঠনসহ বিভিন্ন সামাজিক সংস্থার সাথে ওতপ্রোতভাবে জড়িত।তিনি ঢাকাস্থ বাংলাদেশ ফোকলোর সোসাইটি( গ্রামীণ লোকসাহিত্য) এর একজন সদস্য।