ব্রিটিশ ও পাকিস্তান আমলের গণতান্ত্রিক সংগ্রামগুলোর পেছনে কমিউনিস্ট পার্টির অনেক ভূমিকা ছিল। বইটি থেকে জানা যায় বাংলাদেশ কিভাবে এত তাড়াতাড়ি মুক্ত হলো? আবার কোথাও কি চক্রান্ত চলছিল- নাকি অকাল জন্মের যে ইতিহাস ধারণ হলো- তার উল্টো রথ কি মার্কিনী পরাশক্তি ও মৌলবাদী অপশক্তির চক্রান্তে জড়িয়ে ফেলল! এই সকল প্রশেড়বর সমাধান মিলবে বইটিতে।