‘রাজনীতি’ উপন্যাস গত ৪০ বছরের বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতির ওপর একটি মনস্তাত্ত্বিক দলিল। প্রচলিত ছাত্ররাজনীতির স্রেফ পর্যবেক্ষণ নয় এটি, বরং তার নাড়িতে আঙুল রেখে প্রতিটি স্পন্দন মেপে দেখিয়েছে ‘রাজনীতি’, ভেতরে আলো ফেলে দেখিয়েছে ছাত্ররাজনীতির উৎকট অন্ধকার ও বিপ্রকর্ষক অচলায়তনের কঙ্কালটি। ডাকসু চালুর দাবিতে নৈতিক ম্যানিফেস্টো বা বৈপ্লবিক ভাবাদর্শ এই উপন্যাসের মূল্যবান সম্পদ। নন্দনের কোকিল থেকে সমাজতাত্ত্বিক ঘোড়ার হ্রেষা শোনা যায় এই উপন্যাসে। ‘রাজনীতি’ দেখিয়েছে মানুষেরই সামাজিক সম্পর্ক কীভাবে মুহূর্মুহু রাজনীতির চাষ করে। বুলেটের মতো নির্মম, বসন্তেরই মতো মিষ্টি এই উপন্যাস।