

রাজকুমারী সিরিজ -(১ -৪ খণ্ড)
আমার একটা পুরাতন অভ্যাস হলো কোন বই বা লেখক সম্পর্কে জিরো পার্সেন্ট আইডিয়া থাকা সত্ত্বেও সে বই কিনে পড়া। এক কথায়, ঝুঁকি নিয়ে বই পড়া। এবছর বইমেলায় তেমনই একটি বই কিনেছিলাম। বইয়ের নাম 'রাজকুমারী ১: দ্য সিক্রেট অব দ্য টেম্পল'। পার্সি দার্শনিক ও লেখক 'ড. করম হোসাইন শাহরাহি'র এ বইটি অনুবাদ করেছেন 'কাজী আবুল কালাম সিদ্দিক'। বইটিতে দেখানো হয়েছে বাংলার নবাবী আমলের প্রথমদিকে হিন্দু জমিদার ও ব্রাহ্মণ পুরোহিত দ্বারা নিম্নবর্ণের সাধারণ মানুষের প্রতি অত্যাচার, সাধারণ মানুষের হাহাকার এবং তাদের রক্ষায় মুসলিম শাসকদের ভুমিকা। এখানে মুসলিম শাসকদের একদম ফেরেশতার মতো এবং হিন্দু পুরোহিতদের শয়তান বা অসুরের চেয়েও নিকৃষ্টরূপে দেখানো হয়েছে, যা বইটির সাহিত্যগত নিকৃষ্টতম দিক। তবে অন্য ধর্মের মানুষের সাথে কিভাবে সৌহার্দপূর্ণ আচরণ করতে হয়, ইসলামের আদর্শ অনুযায়ী কিভাবে চলতে হয়, এ বিষয়গুলো মুসলমানদের জন্য শিক্ষণীয়রূপে প্রতীয়মাণ হয়েছে। এ বইটি সকলের জন্য নয়। যারা নিজের মতবিরুদ্ধ যেকোন কিছু সহ্য করা, এবং শত নেগেটিভ সাইডের উপর সার্চলাইট ধরে পজিটিভ কিছু বের করার সামর্থ্য রাখেন, তারা বইটি পড়তে পারেন।
SIMILAR BOOKS
