অনেক অনেক দিন আগের কথা। এক দেশে বাস করতেন এক রাজা। তার নাম ছিল রাজা জিনজির। রাজা জিনজির ছিলেন খুবই ভালো একজন রাজা। তার সব চিন্তা ছিল প্রজা, রাজকন্যা আর রানীকে নিয়ে। প্রজাদের সুখ-দুঃখ নিয়ে রাজা যেমন ভাবতেন, তেমনি রাজকন্যা যে ধরনের গল্প পছন্দ করে সেসব গল্প নিয়েও তিনি অনেক ভাবতেন। ভাবতেন রাজকন্যা আর তার স্বপ্নগুলো নিয়েও।
রাজকন্যা ছিল ছোট্ট একটা ফুটফুটে মেয়ে। পড়াশোনা আর বাবার গল্পের জন্য তার যত অপেক্ষা। বাবা কখন আসবেন, কখন অসবেন, তা নিয়ে মাকে তার হাজারো প্রশ্ন। আর বাবা এলেই সে বলে ওঠে, ‘বাবা বাবা, একটা কথা বলি? তুমি আমাকে একটা গল্প বলো না!’ রাজা তখন ভুলে যান তিনি একজন রাজা। তিনি ডুবে যান গল্পের নদীতে। আর রাজপ্রাসাদে ফিরে রাজাও যেন অপেক্ষা করেন কখন তার ফুটফুটে মেয়েটি ছুটে আসবে হাসি নিয়ে। আর রাজা চোখ বন্ধ করে শুনতে থাকবেন উচ্ছল সেই হাসি।
সেই রাজা জিনজিরকে নিয়েই কয়েকজন গল্পকার লিখেছেন শিশুতোষ গল্পের বইটি। বইটির চমত্কার গল্পগুলো এবং চাররঙা মনকাড়া ছবিগুলো নিশ্চয় শিশুদের মন কাড়বে। একদিন রাজা জিনজিরকে নিয়ে আরও বই এবং কার্টুন হবে, চলচ্চিত্র হবে এই আশাবাদ রাজা জিনজির সংশ্লিষ্টদের।