'রহমাতুললিল আলামীন : পৃথিবীত মানুষ জীবন-যাপন এবং চলেফেরার ক্ষেত্রে সঠিক পন্থা লাভের জন্য সঠিক দিক-নির্দেশনা লাভ করা অত্যন্ত জরুরি,কেননা সঠিক দিক নির্দেশনা না পেলে কোন মানুষের পক্ষেই এ পৃথিবীতে সফলতা এবং পরকালে মুক্তি লাভ করা সম্ভব না । আবার এ দিক নির্দেশনাদাতা ও যদি নির্ভুল উৎস থেকে স্বচ্ছ জ্ঞানের অধিকারী না হয় তাহলে সেও মানুষকে সঠিক পথ প্রদর্শন করতে পারবে না । আর এ নির্ভুল নিদের্শনা আল্লাহর মনোনীত নবীগন পক্ষেই সম্ভব ।কারন তারা আল্লাহর বাণী মানুষের মাঝে প্রচার করতেন । বস্তুত মহানবী সা: কেবল মানবজাতির জন্য নয় বরং তিনি সমগ্র পৃথিবীর মানুষ,জ্বীন,পশু,পাখি সকলের নবী ।তার নবুয়তের সকলের নিকট পরিব্যপ্ত । এজন্য মহান আল্লাহ তায়ালা তাকে রহমাতুললিল আলামীন বলে ঘোষনা দিয়েছেন'
মাওলানা শাহ আলম খান ফারুকী
আল্লামা আবু আবদুর রাহমান
মাওলানা মুহাম্মদ ইকবাল কীলানী
আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
Title :
রাহমাতুল্লিল আলামীন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সা.