

রেজ অভ অ্যাঞ্জেলস
সিডনি শেলডনের বেস্টসেলার বইগুলোর মধ্যে অন্যতম 'রেজ অভ অ্যাঞ্জেলস'। রোমাঞ্চ,প্রেম,ভালবাসা, বিশ্বাসঘাতকতা আর স্বার্থের সংঘাত -সবমিলিয়ে উত্তেজনায় পরিপূর্ণ একটি উপভোগ্য থ্রিলার। সদ্য পাশ করা তরুণী আইনজীবী জেনিফার পার্কার, যার ছোট একটি ভুলের কারণে ছাড়া পেয়ে যায় আন্ডারওর্য়াল্ডের ডন মেরেট্টি আর জেনিফারের কর্মজীবনে নেমে আসে ঘোর অন্ধকার। কিন্তু ঘুরে দাঁড়ায় জেনিফার, সঙ্গী তার বিশ্বস্ত বন্ধু মার্কিন সিনেটর এডাম ওয়ার্নার । কিন্তু ঘটনাচক্রে তার ছেলেকে বাঁচাতে প্রয়োজন হয় মেরেট্টির সাহায্য। একদিকে প্রেসিডেন্ট পদপ্রার্থী ওয়ার্নার এর ভালবাসা আর অন্যদিকে ডন পরিবারের সাথে ঘনিষ্ঠতা- এরথেকে কিভাবে মুক্তি মিলবে জেনিফারের? অনীশ দাস অপুর সংক্ষেপিত বাংলা অনুবাদটিও প্রশংসার দাবিদার। একটানে পড়ে ফেলার মতো বই।
SIMILAR BOOKS
