প্রেমিক নেহাল মধ্যবিত্ত যুবক। শিল্প আর প্রেমবোধের ঠিক মাঝখানে দাঁড়িয়ে তার উপলব্ধির রঙ নানা রকমের। মফস্বলের গ-ি ছাড়িয়ে রাজধানীর সীমানা পেরুনো তরুণ ছুটে বেড়ায় জীবনের বিভিন্ন খোঁজে। নিয়তির সঙ্গে আকাঙ্খাক্ষার টানাপোড়েনে তার জীবনের গতি ও দিক নির্ধারিত হয়।
সেলিম আহ্মেদের জন্ম ১৯৬৩ সালে। স্নাতক করেছেন ভাস্কর্যে। ১৯৮৬ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত ব্র্যাক, আড়ং-এর সিনিয়র ডিজাইনার পদে কর্মরত ছিলেন। সুকুমার শিল্পের চেয়ে ব্যবহারিক শিল্পের প্রতি আগ্রহ বেশি। হস্তজাত শিল্প, তাঁতজাত সামগ্রীর নকশা ও সিরামিক তৈজসপত্র সারফেস ডিজাইন নিয়ে কাজ করতে ভালবাসেন। বর্তমানে কম্পিউটার গ্রাফিক্স ডিজাইনার।
পরবর্তী পৃষ্ঠায় দেখুন, সমাবেশ লেখকের অপর দুটি উপন্যাস ‘শীলা বর্ষা ও একজন নেহাল’ এবং ‘তুমি ভাস আমি ভাসি স্রোতে’।