ফ্ল্যাপের কিছু কথাঃ রবীন্দ্রনাথের কাব্য ভাবনা গ্রন্থটি রবীন্দ্রনাথের সুবিশাল কাব্যজীবনের এক বিশেষ অধ্যায় নিয়ে রচিত। প্রতিভাদীপ্তির সোনাঝরা আরোয় এ সময়কার সৃষ্টিসাফল্য পাঠক সাধারণের মনকে বিস্ময়াবিষ্ট করে দেয়। ‘মানসী’, ‘সোনার তরী’, ‘চিত্রা’, ‘কল্পনা’ ও ‘ক্ষণিকা, কাব্যগ্রন্থ একত্রে রচিত হয়েছে। আলোচ্য গ্রন্থ ‘রবীন্দ্রনাথের কাব্য ভাবনা’ এর আলোচনা উক্ত কাব্যসমূহের মধ্যে সীমাবদ্ধ। এতে রবীন্দ্রনাথের বিস্ময়কর কাব্য প্রতিভার স্বরূপ প্রকৃতি কিছুটা হলেও অনুধাবন করা সম্ভব। স্বনামখ্যাত রবীন্দ্র গবেষক মুহাম্মদ জামির হোসেন অত্যন্ত প্রাঞ্জল ভাষাভঙ্গিমায় রবীনদ্রনাথের কাব্যসমূহ বিশ্লেষণ করেছেন। যা রবীন্দ্র শিক্ষার্থী, গবেষক ও পাঠকসাধারণের কাছে সুনিবিড় গ্রহণযোগ্যতা পাবে বলে আমার বিশ্বাস। আমি আলোচ্য গ্রন্থটির সর্বজনসম্মত পাঠকপ্রিয়তা কামনা করছি।
রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর (জন্ম : ৭ মে, ১৮৬১ - ৭ই আগস্ট, ১৯৪১) (মৃত্যু : ২৫ বৈশাখ, ১২৬৮ - ২২ শ্রাবণ, ১৩৪৮ বঙ্গাব্দ)। তিনি ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছােটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাঁকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে গুরুদেব, কবিগুরু ও বিশ্বকবি অভিধায় ভূষিত করা হয়। রবীন্দ্রনাথের ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৩টি উপন্যাস, ৩৬টি প্রবন্ধ ও অন্যান্য গদ্যসংকলন তাঁর জীবদ্দশায় বা মৃত্যুর অব্যবহিত পরে প্রকাশিত হয়। তাঁর সর্বমােট ৯৫টি ছােটগল্প ও ১৯১৫টি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতান সঙ্কলনের অন্তর্ভুক্ত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত ও গ্রন্থাকারে অপ্রকাশিত রচনা ৩২ খন্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় পত্রসাহিত্য উনিশ খন্ডে চিঠিপত্র ও চারটি পৃথক গ্রন্থে প্রকাশিত। এছাড়া তিনি প্রায় দুই হাজার ছবি এঁকেছিলেন। রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি সাহিত্যে নােবেল পুরস্কার পান।