রবীন্দ্রনাথের এ কবিতার বইয়ে এক দিকে আছে ‘সোনার তরী’র মতো কবিতা ; অন্য দিকে, ‘হিং টিং ছট্’। এক দিকে, ‘পুরস্কার’; অন্য দিকে, ‘নিরুদ্দেশ যাত্রা’। ‘অকাল বর্ষার’ কারণে ‘সোনার তরী’র কৃষক কি একাই বিপন্ন ? নাকি, আরও অনেকে ? রবীন্দ্রনাথ শুধু একজনের কথা বলেন কেন ? ওই কৃষক কি, তাহলে, প্রতীক ?
মো: হারুন-অর-রশীদ প্রফেসর, বাংলা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। প্রকাশিত গ্রন্থ : কবিতা : ‘কোন এক নন্দিনীর গল্প’ ; ছড়া : ‘নেতাজী কেষ্টা’ ; উপন্যাস : ‘দ্রোহ’ ও ‘সমতালে সমান্তরাল’ ; গল্প : ‘গল্পে গল্পে হৃদয়’ ; গবেষণা-সমালোচনা-প্রবন্ধ : ‘ভদ্রপাড়ায় থাকেন না ঈশ্বর’, ‘রবীন্দ্রকাব্যে সাধারণ মানুষ’, ‘নজরুল সাহিত্যে ধর্ম’ ইত্যাদি।