এই লেখক মনে করেন, রবীন্দ্রনাথের মধ্যে প্রথম থেকেই একটি সমগ্রের বোধ কাজ করেছে। বলেন, জীবনচর্চায় নন্দনতত্ত্বের ব্যবহার বাংলাদেশে রবীন্দ্রনাথেই প্রথম। বলেন, রবীন্দ্রনাথ ‘আমাদের স্থায়ী এক বিপ্লব।’ মানুষকে তিনি সৃষ্টিশীল হিসেবে ভেবেছেন-সৃষ্টিশীল মানুষ হিন্দু হয় না, মুসলমান হয় না। নারীদের যে-ছবি এঁকেছেন রবীন্দ্রনাথ, তা এক অনালঙ্কারিক সামাজিক বর্ণনা এবং এ বর্ণনাই রবীন্দ্রনাথের বিদ্রোহ।